খনিজ তেল (ইফতেহাজ ইরফান সায়ন)

 


খনিজ তেল


ইফতেহাজ ইরফান সায়ন





অপরিশ োরিত ততল বো খরিজ ততল (তিল ত োিো) মূলত হোইশরোকোববি ও অিযোিয রকছু জজব ত ৌশেি রমশ্রণ। এশেি মশিয

কোববি ও হোইশরোশজি রবশ ষ গুরুত্ব পূণব। অপরিশ োরিত ততলশক বযবহোি উপশ োেী কিোি জিয এি রবরিন্ন অং শক

আংর ক পোতি পদ্ধরতশত পৃথক কিো হয়।শপশরোরলয়োশম রবেযমোি রব রিন্ন উপোেোশিি স্ফু টিোঙ্ক রিন্ন রিন্ন হয়। স্ফু

টিোংশকি উপি রিরি কশি ততল পরিশ োিিোেোশি পৃথকীকৃত রবরিন্ন অংশ ি িোম প ব োয়ক্রশম তপররলয়োম

েযো ,শপশরোল (েযোশ োরলি),িযোপথো,শকশিোর ি, রিশজল ততল,লুরিশকটং ততল ও রবটুরমি। রমশথি ও িযোপশথি এবং

এযোশিোশমটক ক্র শমি তিল হোইশরোকোববশিি িো োয় রিক রমশ্র ণই হশে খরিজ ততল।িূেিব তথশক ত তিল জ্ব োলোরি ততোলো

হয় তোশক তপশরোরলয়োম বশল। তপশরোরলয়োম িোমকিণ হশয়শছ দু ট গ্র ীকব্দ “Petra” (rock) এবং oleum(oil)

তথশক।এই কোিশণ তপশরোরলয়োমশক অশিক ময় “rock oil” বো ‘mineral oil’ ও বলো হয়।আংর ক পোতি প্র রক্রয়োি

অন্তেবত রবরিন্ন তেশে জ্ব োলোরি রহ োশব ব‍্য বহোি কিো হয়। তকিো পরিমোণ(উপজোত): তপররলয়োম েযো : ২ িোে। তপরল

: ৫ িোে। িযোপথো : ১০ িোে। তকশিোর ি : ১৩ িোে। রিশজল : ২০ িোে। লুরিশকটং ততল : ২৫ িোে। রবটুরমি : ২৫ িোে

খনিজ তেল:বেতমানি ত াি ত াি ত াি ত াি অঞ্চনল খনিজ তেল পাওযা যায? এমি ত াি ত াি অঞ্চল রনযনে

তযখানি পূনবত খনিজ তেল পাওযা তযে ন ন্তু এখি পাওযা যায িা?তেখানি তেল িা পাওযার ারণ ন ?পৃনিবীনে

বেতমানি খনিজ তেনলর অবস্থা ন রূ প ?বেতমানি তয পনরমানণ খনিজ তেল পৃনিবীনে রনযনে টা ন যনিষ্ট ? ভনবষ্যে প্র

নযাজনি ন ভানব ো রক্ষা রা যায?

খনিজ তেল: বেতমাি অবস্থা ও ভনবষ্যৎ

খনিজ তেল হল একটি েরল জ্ব ালানি যা ভূগভতস্থ তেকক উকতালি করা হয় । এটি মূলে হাইকরাকাবতি ও অিযািয নকছু জজব তযৌকগর

নমশ্রণ । খনিজ তেল নবকের অিযেম গুরুত্ব পূণত সম্পদ । এটি পনরবহি, নবদ্যযৎ উৎপাদি, নিল্প ও কৃনষ্কে বযাপকভাকব বযবহৃে হয় ।

বেতমাকি তযসব অঞ্চকল খনিজ তেল পাওয়া যায় :

খনিজ তেকলর নবকের বৃহতম মজুদ রকয়কছ মধ্যপ্রাকযয । তসৌনদ আরব, ইরাক, ইরাি ও কু কয়ে এই অঞ্চকলর প্রধ্ াি তেল উৎপাদিকারী

তদি। এছাডাও, উতর আকমনরকা, দনিণ আকমনরকা, ইউকরাপ, এনিয়া ও আনিকায়ও উকেখকযাগয পনরমাকণ খনিজ তেল পাওয়া যায় ।

পূকবত খনিজ তেল পাওয়া তযে নকন্তু এখি পাওয়া যায় িা এমি অঞ্চল :

যুক্তরাকের কযানলক ানিতয়ায় একসময় প্র যুর খনিজ তেল পাওয়া তযে। নকন্তু , তেকলর মজুদ ককম যাওয়ায় তসখাকি এখি তেল উকতালি

করা হয় িা। রানিয়ার ওনরকয়ন্টাল নসকবনরয়া , যীকির উতর-পূবতাঞ্চল , জামতানির উতরাঞ্চল ও আনিকার মাদাগাস্কার দ্ব ীকপও একসময় খনিজ

তেল পাওয়া তযে। নকন্তু , প্র যুনক্তগে বা অেতনিনেক কারকণ তসখাকি এখি তেল উকতালি করা হয় 


বত খনিজ তেল পাওয়া তযে নকন্তু এখি পাওয়া যায় িা এমি অঞ্চল :

যুক্তরাকের কযানলক ানিতয়ায় একসময় প্র যুর খনিজ তেল পাওয়া তযে। নকন্তু , তেকলর মজুদ ককম যাওয়ায় তসখাকি এখি তেল উকতালি

করা হয় িা। রানিয়ার ওনরকয়ন্টাল নসকবনরয়া , যীকির উতর-পূবতাঞ্চল , জামতানির উতরাঞ্চল ও আনিকার মাদাগাস্কার দ্ব ীকপও একসময় খনিজ

তেল পাওয়া তযে। নকন্তু , প্র যুনক্তগে বা অেতনিনেক কারকণ তসখাকি এখি তেল উকতালি করা হয় িা।

তেল িা পাওয়ার কারণ:

খনিজ তেল একটি সীনমে সম্পদ । একনদি এর মজুদ তিষ্ হকয় যাকব। তেল উকতালকির জিয প্র যুনক্তগে ও অেতনিনেক নদক তেকক

উপযুক্ত িা হকল তেল উকতালি করা সম্ভব হয় িা। পনরকবিগে কারকণও তেল উকতালি বন্ধ ককর তদওয়া হকে পাকর।

পৃনেবীকে বেতমাকি খনিজ তেকলর অবস্থা :

নবকে বেতমাকি প্র ায় ১.৩ ট্রি নলয়ি বযাকরল খনিজ তেল মজুদ রকয়কছ বকল ধ্ ারণা করা হয় । এই মজুদ বেতমাি যানহদা অিুযায়ী প্র ায় ৫০ বছর

যলকব বকল ধ্ ারণা করা হয় । েকব ভনবষ্যকে নবকের জিসংখযা ও অেতিীনের প্র সার ঘটকল তেকলর যানহদা বাডকব। কল তেকলর মজুদ

ককম যাকব।

বেতমাকি তয পনরমাকণ খনিজ তেল পৃনেবীকে রকয়কছ টা নক যকেষ্ট ?

বেতমাি যানহদা অিুযায়ী তয পনরমাণ তেল মজুদ রকয়কছ ো যকেষ্ট । েকব ভনবষ্যকে যানহদা বাডাকল মজুদ ককম যাকব।

ভনবষ্যে প্র কয়াজকি নকভাকব ো রিা করা যায় ?

খনিজ তেল একটি গুরুত্ব পূণত সম্পদ । এর অপযয় তরাধ্ করা ও ভনবষ্যে প্র কয়াজকি নবকল্প জ্ব ালানি বযবহার করা জরুনর ।

তেকলর অপযয় তরাকধ্র উপায় :

• যািবাহকি জ্ব ালানি সাশ্রয়ী বযবস্থা গ্র হণ করা।

• নবদ্যযৎ ও গযাকসর বযবহার কমাকিা।

• নিকল্প তেকলর বযবহার কমাকিা।

• তেকলর অপযয় তরাকধ্ সকযেিো বৃনি করা।

নবকল্প জ্ব ালানির বযবহার:

• তসৌরিনক্ত , বায়ুিনক্ত , জলনবদ্যযৎ ও পারমাণনবক িনক্তর মকো নবকল্প জ্ব ালানির বযবহার বাডাকিা।

• জজব জ্ব ালানির বযবহার বাডাকিা।

তেল মজুকদর পনরমাণ বৃনির জিয গকবষ্ণা :

• িেুি তেলকিত্র আনবষ্কাকরর জিয গকবষ্ণা করা।

• তেকলর মজুদ বৃনির জিয প্র যুনক্তগে উন্নয়ি করা।



পোলয়ােমর এক নমুনা।

পাজােকর মাধেম লুবক, টােসর

কােছ এক তেলর কূপ পা করা হে।

কুেয়েতর আহমািদ গভনেরেট অবত

এক তল শাধনাগার ।

ওজন অনুয়ািয় উপাদানসমূহ

উপাদান শতাংশ সীমা

কাবন ৮৩ থেক ৮৭%

হাইোেজন ১০ থেক ১৪%

নাইোেজন ০.১ থেক ২%

অেজন ০.১ থেক ১.৫%

সালফার ০.৫ থেক ৬%

ধাত ১০০০ িপিপএম এর কম

অপিরেশািধত তেল হাইোকাবেনর চার ধরেনর

অণু পাওয়া যায়। িবিভ অেলর তেল এর

িকছ টা তারতম হেয় থােক।

ওজন অনুয়ািয় উপাদানসমূহ

হাইোকাবন গড় সীমা

পারাফনসমূহ ৩০% ১৫ থেক ৬০%

নাপেথনসমূহ ৪৯% ৩০ থেক ৬০%

অােরােমকs ১৫% ৩ থেক ৩০%

অাসফাইক সমূহ ৬% অবিশ

পোলয়াম জাত ালান তাপনমূল(kg)

1)পোলয়াম গাস 50000 2) পোল/

গাসলন 48000 3)কেরািসন তল 46200

4)িডেজল 44800

# তল রানীকারক দশ (২০০৬) (১০৩িবিবএল/িদ) (১০৩এম৩/িদ)

১ সৗিদ আরব (ওেপক) ৮,৬৫১ ১,৩৭৬

২ রািশয়া ১ ৫,২২৫ ১,০০৪

৩ ইরাক (ওেপক) ৩,৮০০ ২৯২

৪ যুরা ১ ৩,৭৭০ ৪০৪

৫ নরওেয় ১ ২,৫৪২ ৪০৪

৬ ইরান (ওেপক) ২,৫১৯ ৪০১

৬ সংযু আরব আিমরাত (ওেপক) ২,৫১৫ ৪০০

৬ ভেনজুেয়লা (ওেপক) ১ ২,২০৩ ৩৫০

৭ কুেয়ত (ওেপক) ২,১৫০ ৩৪২

৮ নাইেজিরয়া (ওেপক) ২,১৪৬ ৩৪১

৯ আলেজিরয়া (ওেপক) ১ ১,৮৪৭ ২৯৭

১০ মেকা ১ ১,৬৭৬ ২৬৬

১১ লিবয়া (ওেপক) ১ ১,৫২৫ ২৪২

১৩ এোলা (ওেপক) ১,৩৬৩ ২১৭

১৪ কাজািকান ১,১১৪ ১৭৭

১৫ কানাডা ২ ১,০৭১ ১৭০

উৎস:US Energy Information

Administration[৯]

িবিবএল: বােরল ইউিনট, িদ: িদন

এম৩:িকউিবক িমটার


উপসংহার: বর্তমানে যে পরিমাণে খনিজ তেল পৃথিবীতে রয়েছে তা ভবিষ্যতের প্রয়োজনে যথেষ্ট কিনা তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর, যেমন: বর্তমানে খনিজ তেলের ব্যবহারের হার নতুন খনিজ তেলের খনির আবিষ্কারের হার নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের হার বর্তমানে খনিজ তেলের ব্যবহারের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে তেলের চাহিদা বাড়ছে। যদি এই হারে তেলের ব্যবহার অব্যাহত থাকে, তাহলে আগামী কয়েক দশকে তেলের মজুদ ফুরিয়ে যেতে পারে। তবে নতুন খনিজ তেলের খনির আবিষ্কারের মাধ্যমে এই সমস্যা কিছুটা হলেও সমাধান করা যেতে পারে। বর্তমানে পৃথিবীতে এখনও অনেক অজানা তেলের খনি রয়েছে। প্রযুক্তির উন্নতির ফলে এই খনিগুলি আবিষ্কার করা সম্ভব হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন তেলের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি পরিবেশবান্ধব এবং টেকসই। এই জ্বালানিগুলির উন্নয়নের মাধ্যমে তেলের চাহিদা কমানো যেতে পারে। উপসংহারে বলা যায়, বর্তমানে যে পরিমাণে খনিজ তেল পৃথিবীতে রয়েছে তা ভবিষ্যতের প্রয়োজনে যথেষ্ট নাও হতে পারে। তেলের ব্যবহারের হার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের মাধ্যমে তেলের মজুদ সংরক্ষণ করা সম্ভব। ভবিষ্যৎ প্রয়োজনে খনিজ তেল রক্ষা করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে: তেলের ব্যবহারে সাশ্রয়ী হওয়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা তেলের অপচয় রোধ করা নতুন খনিজ তেলের খনির সন্ধান করা এই পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে তেলের মজুদ সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তেল সংরক্ষণ করা যাবে।



লেখক: ইফতেহাজ ইরফান সায়ন

 SCHOOL: CIVIL AVIATION SCHOOL AND COLLEGE

CLASS : 7

ROLL: 04 


Comments

Popular posts from this blog

খনিজ সম্পদ রুপা (Written by NOOR)